Wellcome to National Portal

উপজেলা ভূমি অফিস বরগুনা সদর, বরগুনা এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। ই-নামজারি সরকার নির্ধারিত ফি‘র অতিরিক্ত ফি দিবেন না। সরকার নির্ধারিত কোর্ট ফি ২০/-, নোটিশ জারি ফি ৫০/-, রেকর্ড সংশোধন ফি ১০০০/- মিউটেশন খতিয়ান ফি ১০০/- সর্বমোট ফি- ১১৭০/- ( দালাল ধরে প্রতারিত হবেন না)। কেউ অযথা হয়রানি করলে অথবা অতিরিক্ত অর্থ দাবী করলে এসিল্যান্ডকে জানান। এসিল্যান্ডের ফোন নম্বরঃ 01839604694 অনলাইনের মাধ্যমে নামজারী (ই-মিউটেশন) আবেদনের জন্য নিম্ন লিখিত ধাপসমূহ অনুসরণ করুন: www.land.gov.bd--> নাগরিক কর্নার --> ই- নামজারি। জনস্বার্থে সকলকে উপরোক্ত ধাপসমূহ অনুসরণপূর্বক অনলাইনের মাধ্যমে নিজ নিজ নামজারী (ই- মিউটেশন) আবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হলো।  

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আয়লা ইউনিয়ন ভূমি অফিস

আয়লা ইউনিয়ন ভূমি অফিস

আয়লা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বরগুনা সদর, বরগুনা।

ফোনঃ ০১৭১৮৯৯২৩০৭  

e-mail:aylaulao@gmail.com


আয়লা  ইউনিয়ন ভূমি তথ্যঃ

জে এল নং
মৌজা
খতিয়ান নং দাগ নং জমির পরিমান  অফিসের অবস্থান
১৫ আদাবাড়ীয়া ০১ ৪৫৭,৪৫৪,৪৫৫,৪৫৬, ৩.২৭ আয়লা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন, বরগুনা।


০২) ভূমি অফিসের মৌলিক তথ্যবলী:

(০১) ভূমি অফিসের অবস্থান : আয়লা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন, বরগুনা

(০২) ইউনিয়নের আয়তন : ২৫ বর্গ কিঃমিঃ

(০৩) লোকসংখ্যা : ২৮৪৪২ জন

(০৪) গ্রামের সংখ্যা : ১৫ টি

(০৫) মৌজার সংখ্যা : ০৪ টি

(০৬) হোল্ডিং সংখ্যা : ৩৯৮৭ টি

(০৭) মোট জমির পরিমাণ : ৫৮৭৯.৬৪ একর

(০৮) কৃষি জমির পরিমাণ : ৫৭০৭.৬৪ একর

(০৯) অকৃষি জমির পরিমাণ : ১৭২.০০ একর

(১০) অর্পিত সম্পত্তির পরিমাণ : ১৮.৪৪৭৫ একর

(১১) প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির পরিমাণ  :   একর

(১২) মোট খাস জমির পরিমাণ :  ১৭২.০০ একর

(১৩) মোট হাট-বাজার : ০২  টি

(১৪) জলমহালের সংখ্যা : ০০ টি

(১৫) বালুমহালের সংখ্যা : ০০ টি

(১৬) আদর্শ গ্রাম প্রকল্পের সংখ্যা : ০২ টি

(১৭) আবাসন প্রকল্পের সংখ্যা :

(১৮) আশ্রয়ণ প্রকল্পের সংখ্যা : 

(১৯) মৌজা ম্যাপের সংখ্যা : ১৫ টি

(২০) আর ও আর সংখ্যা : ১৩ খানা

(২১) মসজিদের সংখ্যা : ২৫  টি

(২২) মন্দিরের সংখ্যা :   টি

(২৩) প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা : ১৫ টি

(২৪) মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা : ০১ টি

(২৫) কলেজের সংখ্যা : ০২ টি 

(২৬) মাদ্রাসার সংখ্যা : ০২ টি

(২৭) অন্যান্য (যদি থাকে):  সাইক্লোন সংখ্যা  টি।


ভূমি সংক্রান্ত  সেবা প্রাপ্তির ক্ষেত্রে  আপনার কোন অভিযোগ কিংবা পরামর্শ থাকলে তা ফোনে 01839604694 সরাসরি সহকারী কমিশনার (ভূমি) কে জানান অথবা ইমেইল করুন এই ঠিকানায়ঃ aclsadar.barguna@gmail.com