Wellcome to National Portal

উপজেলা ভূমি অফিস বরগুনা সদর, বরগুনা এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। ই-নামজারি সরকার নির্ধারিত ফি‘র অতিরিক্ত ফি দিবেন না। সরকার নির্ধারিত কোর্ট ফি ২০/-, নোটিশ জারি ফি ৫০/-, রেকর্ড সংশোধন ফি ১০০০/- মিউটেশন খতিয়ান ফি ১০০/- সর্বমোট ফি- ১১৭০/- ( দালাল ধরে প্রতারিত হবেন না)। কেউ অযথা হয়রানি করলে অথবা অতিরিক্ত অর্থ দাবী করলে এসিল্যান্ডকে জানান। এসিল্যান্ডের ফোন নম্বরঃ 01839604694 অনলাইনের মাধ্যমে নামজারী (ই-মিউটেশন) আবেদনের জন্য নিম্ন লিখিত ধাপসমূহ অনুসরণ করুন: www.land.gov.bd--> নাগরিক কর্নার --> ই- নামজারি। জনস্বার্থে সকলকে উপরোক্ত ধাপসমূহ অনুসরণপূর্বক অনলাইনের মাধ্যমে নিজ নিজ নামজারী (ই- মিউটেশন) আবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হলো।  

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আব্দুল্লাহ্-আবু-জাহের , সহকারী কমিশনার (ভূমি), বরগুনার দায়িত্ব গ্রহণ।
বিস্তারিত

২৪.০৩.২০২৪ তারিখে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শামীম মিঞা  বরগুনা সদর, বরগুনা এর কাছ থেকে আব্দুল্লাহ্-আবু-জাহের সহকারী কমিশনার (ভূমি), বরগুনা সদর বরগুনা দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সহকারী কমিশনার ভূমি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
24/03/2024
আর্কাইভ তারিখ
30/04/2024

ভূমি সংক্রান্ত  সেবা প্রাপ্তির ক্ষেত্রে  আপনার কোন অভিযোগ কিংবা পরামর্শ থাকলে তা ফোনে 01733-348130 সরাসরি সহকারী কমিশনার (ভূমি) কে জানান অথবা ইমেইল করুন এই ঠিকানায়ঃ aclsadar.barguna@gmail.com