Wellcome to National Portal

উপজেলা ভূমি অফিস বরগুনা সদর, বরগুনা এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। ই-নামজারি সরকার নির্ধারিত ফি‘র অতিরিক্ত ফি দিবেন না। সরকার নির্ধারিত কোর্ট ফি ২০/-, নোটিশ জারি ফি ৫০/-, রেকর্ড সংশোধন ফি ১০০০/- মিউটেশন খতিয়ান ফি ১০০/- সর্বমোট ফি- ১১৭০/- ( দালাল ধরে প্রতারিত হবেন না)। কেউ অযথা হয়রানি করলে অথবা অতিরিক্ত অর্থ দাবী করলে এসিল্যান্ডকে জানান। এসিল্যান্ডের ফোন নম্বরঃ 01839604694 অনলাইনের মাধ্যমে নামজারী (ই-মিউটেশন) আবেদনের জন্য নিম্ন লিখিত ধাপসমূহ অনুসরণ করুন: www.land.gov.bd--> নাগরিক কর্নার --> ই- নামজারি। জনস্বার্থে সকলকে উপরোক্ত ধাপসমূহ অনুসরণপূর্বক অনলাইনের মাধ্যমে নিজ নিজ নামজারী (ই- মিউটেশন) আবেদন দাখিল করার জন্য অনুরোধ করা হলো।  

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চন্দন কর, সহকারী কমিশনার (ভূমি), বরগুনার দায়িত্ব গ্রহণ।
বিস্তারিত

বিস্তারিত

৩০.০৫.২০২৩ তারিখে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কাওছার হোসেন সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) বরগুনা সদর, বরগুনা এর কাছ থেকে চন্দন কর সহকারী কমিশনার (ভূমি), বরগুনা সদর বরগুনা দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সহকারী কমিশনার ভূমি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।   

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
30/05/2023
আর্কাইভ তারিখ
22/03/2024

ভূমি সংক্রান্ত  সেবা প্রাপ্তির ক্ষেত্রে  আপনার কোন অভিযোগ কিংবা পরামর্শ থাকলে তা ফোনে 01733-348130 সরাসরি সহকারী কমিশনার (ভূমি) কে জানান অথবা ইমেইল করুন এই ঠিকানায়ঃ aclsadar.barguna@gmail.com